আপনার শিল্পের জন্য চাই

শিল্পসম্মত ওয়েবসাইট

শিল্পীর ওয়েবসাইট
কেন দরকার?

ওয়েবসাইট মানে ডিজিটাল ঠিকানা

এই সময় দাঁড়িয়ে একজন শিল্পীর নিজস্ব ওয়েবসাইট থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আজকের ডিজিট্যল দুনিয়ায় আপনার দর্শক, শ্রোতা বা পাঠকের সঙ্গে দৃঢ় সংযোগ বজায় রাখতে ওয়েবসাইটের মতো কার্যকরী আর অন্য কিছু নেই।

আপনার ওয়েবসাইট আপনার সমস্ত কাজের একটি সাজানো পরিবেশনা। এক অর্থে ওয়েবসাইট আপনার শিল্পকর্মের একটি আর্কাইভ হিসেবে কাজ করে।

ওয়েবসাইট অনেকটা একটা কেন্দ্রের মতো যেখান থেকে আপনি আপনার শিল্পের গুণগ্রাহীদের সঙ্গে দীর্ঘমেয়াদী এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে পারেন। নতুন পাঠক-দর্শকের কাছে সহজে পৌঁছতে পারেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস। আজকের দুনিয়ায় ওয়েবসাইট অনেকটা ‘পার্মানেন্ট অ্যাড্রেস’ মতোই বিশ্বাসযোগ্যতা বহন করে। যারা বাণিজ্যিক শিল্পী তাদের জন্য ওয়েবসাইট সে কারণেও অপরিহার্য হয়ে ওঠে।

সবশেষে আপনার ওয়েবসাইট মানে আপনার নিজস্ব কর্তৃত্ব। আপনার ইচ্ছেমতো সাজাতে পারেন, বদলাতে পারেন। যা অন্য সামাজিক মাধ্যমে ততোটা ব্যপকভাবে সম্ভব নয়।

আপনার ওয়েবসাইট আপনার ডিজিট্যাল পরিচয়পত্র!

কেন কারুবাংলা?

ত্রিমাত্রিক ভরসা

ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয়ের সামঞ্জস্য রক্ষা করা। সৃজনশীলতা বাদেও উন্নত প্রযুক্তির জন্য খরচ বেশী হয়। খরচ কমাতে গেলে ওয়েবসাইটের দ্রুততা, নিরাপত্তা ইত্যাদির সঙ্গে আপোষ করতে হয়। আমরা সৃজনশীলতার ক্ষেত্রে আপোষ করি না। তবে প্রযুক্তি এবং সাশ্রয়ের সামঞ্জস্য রাখি যাতে নূন্যতম মূল্যে আপনি সর্বোচ্চ সুবিধে নিয়মিত পেতে পারেন। ফলে তিনটি দিকেই ভরসাযোগ্য পরিসেবা প্রদান সম্ভব হয়।

সৃজনশীলতা

শিল্পীদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে প্রথম শর্ত সৃজনশীলতা। শিল্পীর কাজের ধরন এবং তার উদ্দেশ্য বুঝে আমরা ডিজাইন করে থাকি। এবং এর সঙ্গে পারিশ্রমিকের পরিমানের সম্পর্ক নেই।

প্রযুক্তি

আমাদের প্রত্যেকটি ওয়েবসাইট আধুনিক উচক্ষমতাসম্পন্ন সার্ভার এবং অন্যান্য নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে। নিরাপত্তা এবং কর্মদক্ষতা দুটি দিকেই আমরা খেয়াল রাখি।

সাশ্রয়

আমরা কেবলমাত্র শিল্পীদের জন্য ওয়েবসাইট বানাই। বাংলার শিল্পীদের গড় অর্থনৈতিক পরিকাঠামোর অনুযায়ী আমরা সর্বনিম্ন মূল্যে যথাপ্রয়োজনীয় পরিসেবা প্রদান করি।

নিরাপদ আধুনিক ওয়েবসাইট

উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

আপনার ওয়েবসাইট এখনো নেই কেন?

ওয়েবসাইট হয় কী করে?
টেকনিক্যাল ব্যাপার বুঝিনা!

এইটাই প্রধান সমস্যা। হাজার একটা কোম্পানি হাজার রকম বুদ্ধি দেয়। তবে আসল কথা হলো এখন আর ওয়েবসাইট তৈরি করতে টেকনিক্যাল জ্ঞান দরকার হয় না। AI আসার পর থেকে আপনি খালি আপনার প্রয়োজন লিখে দিলে ওয়েবসাইট আপনাআপনি তৈরি হয়ে যায়। তবে তাতেও আবার AI বিষয়ে অন্ততঃ খানিকটা শিখতে হবে। AI সম্পর্কে উৎসাহী না হলে আপনি Google Sites  ব্যবহার করতে পারেন। এখানে খুব সহজ পদ্ধতিতে বিনামূল্যে কোন টেকনিক্যাল জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরি করা যায়।

নিজে শিখে ওয়েবসাইট
বানানোর সময় নেই!

এক্ষেত্রে আপনাকে অন্য কারো ওপর নির্ভর করতেই হবে। প্রচলিত পদ্ধতি হলো ওয়েব ডিজাইনারের সন্ধান করা। পরিচিত বন্ধুবান্ধব কারো ওয়েব ডিজাইনিং জানা থাকলে তাকে অনুরোধ করতে পারেন। Google Site-এ ওয়েবসাইট তৈরি করতে খুবই কম সময় লাগে। তবে আপনি যদি যথেষ্ট গুরুত্ব দেন তাহলে একজন নির্ভরযোগ্য ওয়েব ডিজাইনার দরকার পড়েই।

ওয়েব ডিজাইনারের খোঁজ নিয়েছি,
প্রচুর খরচ!

আসলে যে কোন ধরণের ডিজাইনই তো শিল্প। ফলতঃ ওয়েব ডিজাইনার তার পারিশ্রমিক ঘণ্টার মজুরিতে না করে শিল্পশ্রমের পরিপ্রেক্ষিতে করেন। এর সঙ্গে এও সত্য একটি সাধারণ সমসাময়িক ওয়েবসাইট তৈরি করতে সবসময় তেমন অসাধারণ কিছু শিল্পশ্রম লাগে না হয়তো। কিন্তু বাজারের রীতিনীতি লাভের অঙ্ক দিয়ে চলে। তাই নিজে শিখে নিতে না পারলে খরচ কমানো মুশকিল। অন্ততঃ যতদিন না আপনি একজন ভরসাযোগ্য ডিজাইনার পাচ্ছেন।

কারুবাংলা আছে তবু
এখনো উদ্যোগ নিইনি!

কারুবাংলা সর্বনিম্ন মূল্যে, অত্যন্ত পরিস্কার শর্তে আপনার ওয়েবসাইট তৈরি করে দিতে পারে। অথবা আপনার ওয়েবসাইট ইতিমধ্যেই তৈরি হয়ে থাকলে সেটি পরিচালনার দায়িত্ব নিতে পারে।

আপনি যদি এই প্রথম কারুবাংলার সাথে পরিচিত হন, আগে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখুন। আমাদের তৈরি করা বিভিন্ন শিল্পীদের ওয়েবসাইটগুলো ঘুরে দেখুন। 

কারুবাংলার শিল্পীরা

কারুবাংলার তৈরি করা ওয়েবসাইটগুলি ঘুরে দেখুন

Nayan Mandal

Commercial Photographer Portfolio Site

Tamonash Chattopadhyay

Writer / Blogger Site

PhotoTalk Cloud

Podcast / Musician / Audio Site

Rishi On Ride Community

Photography / Art Community Site

Guptipara Media

Local Cultural Archival Site

Rishi On Ride

Fine Art / Non-commercial Artist Portfolio Site

ওয়েবসাইট বানানোর হাজার সমস্যা ?

আর নয়!

আপনার ওয়েবসাইট তৈরি থেকে নিয়মিত দেখভাল করা এবং নতুন কাজ আপডেট করা সমস্ত দায়িত্ব আমাদের।

আপনার ওয়েবসাইট হবে সমস্ত আধুনিক সুবিধেযুক্ত, নিরাপদ এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যে।

আমাদের সমস্ত সুবিধে ও খরচ-খরচার বিবরণ দেখে নিন এবং আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।

How does it work?

Get your website up and running in three easy steps!

যোগাযোগ

Contact us to initiate the workflow. Mail/Whatsapp us the details you need.
1

আলোচনা

We set up a virtual meeting to understand your need and share a design plan.
2

নির্মান

After your confirmation and payment, your website will be ready within 48 hours.
3

আমার ওয়েবসাইট দরকার

Portfolio Website for Artists

Initiative by Rishi On Ride

কারুবাংলা টীম

Typically replies within a day

আপনার ওয়েবসাইট তৈরির প্রথম ধাপে স্বাগত!

নিচের ফর্মটি মন দিয়ে ফিল আপ করুন। ফর্ম জমা দেওয়ার পর আমরা আপনার সাথে যথাশীঘ্র যোগাযোগ করবো।