ভরসাযোগ্য

সৃজনশীলতা, প্রযুক্তি, সাশ্রয়

সৃজনশীলতা

শিল্পীদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে প্রথম শর্ত সৃজনশীলতা। শিল্পীর কাজের ধরন এবং তার উদ্দেশ্য বুঝে আমরা ডিজাইন করে থাকি। এবং এর সঙ্গে পারিশ্রমিকের পরিমানের সম্পর্ক নেই।

প্রযুক্তি

আমাদের প্রত্যেকটি ওয়েবসাইট আধুনিক উচক্ষমতাসম্পন্ন সার্ভার এবং অন্যান্য নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে। নিরাপত্তা এবং কর্মদক্ষতা দুটি দিকেই আমরা খেয়াল রাখি।

সাশ্রয়

আমরা কেবলমাত্র শিল্পীদের জন্য ওয়েবসাইট বানাই। বাংলার শিল্পীদের গড় অর্থনৈতিক পরিকাঠামোর অনুযায়ী আমরা সর্বনিম্ন মূল্যে যথাপ্রয়োজনীয় পরিসেবা প্রদান করি।

Made for Artists

Focused on Need of Artist

আমরা কেবলমাত্র শিল্পীদের ওয়েবসাইট বানাই। সে কারনে সমস্ত বৈশিষ্ট্য শিল্পীদের প্রয়োজন মাথায় রেখে তৈরি।

Artistic Design

একজন শিল্পীর ওয়েবসাইট তার পরিচয় বহন করে। আমরা প্রত্যেক শিল্পীর জন্য আলাদাভাবে আলোচনা করে ডিজাইন স্থির করি।

For any Medium

আমরা সমস্ত মাধ্যমের শিল্পীদের ওয়েবসাইট তৈরি করতে সমর্থ ও উৎসাহী। সাহিত্য, সঙ্গীত, সিনেমা, ফটোগ্রাফি ইত্যাদি মাধ্যমের জন্য আমরা বিভিন্ন বৈশিষ্ট্য যোগ করি।

Auto Upscale

Space Auto Upscale

আপনার ওয়েবসাইটে ছবি, লেখা, অডিও, ভিডিও যাই থাকে সমস্ত সার্ভারে জায়গা নেয়। Space Upscale  এর মাধ্যমে নিশ্চিত করা হয় ভবিষ্যতে আপনার Server Space  এর অভাব না হয়।

Bandwidth Auto Upscale

যখন আপনার ওয়েবসাইটে দর্শক আসেন তখন সার্ভার থেকে ছবি লেখা ইত্যাদি দর্শকের ব্রাউজারে ডাউনলোড হয়। এই তথ্যের মাপ Bandwidth। দর্শক বেশি আসলে বেশি Bandwidth দরকার পড়ে এবং প্রয়োজন অনুযায়ী Bandwidth বাড়ানো হয়।

Regular Updates

একজন শিল্পী নিয়মিত কাজ করেন। ফলে ওয়েবসাইটেও কাজ নিয়মিত আপডেট করতে হয়। আপনার ওয়েবসাইটের ভবিষ্যত সমস্ত আপডেটের দায়িত্ব আমাদের।

Get Connected

Multipage Dynamic Design

প্রত্যেকটি ওয়েবসাইটে অবশ্যপ্রয়োজনীয় একাধিক পাতা তৈরি করা হয়। এবং শিল্পীর প্রয়োজন অনুসারে সমস্ত আধুনিক বৈশিষ্ট্য যোগ করা হয়।

Full Blogging Functions

আপনার কাজ ছাড়াও আপনি ওয়েবসাইটে আপনার শিল্পযাপনের অভিজ্ঞতা নিয়ে ছোট বড় লেখা লিখতে পারেন। এজন্য আপনি নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মত নিজের ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।

Contact form & Whatsapp Integration

ইমেল বা মোবাইল নাম্বার ওয়েবসাইটে সংযুক্ত করা থাকলে আপনার সাথে যোগাযোগের সুবিধে হয়। এছাটা Google এর বিভিন্ন পরিসেবার জন্য যোগাযোগের নির্দিষ্ট পাতা বাধ্যতামূলক।

Stay Safe

SSL Secured Site (https://)​

আমাদের প্রত্যকটি ওয়েবসাইট SSL নিরাপত্তা ব্যবহার করে। ওয়েবসাইটের প্রথমে https:// (s for secured) দেখে আপনি তা নিশ্চিত হতে পারেন।

Antivirus Pre-Installed

আজকের দিনে Malware একটি প্রবল সমস্যা। ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাকের সম্ভাবনা প্রবল। এজন্য আমাদের প্রতিটি ওয়েবসাইটে Anti-malware ব্যবহার হয় এবং প্রতিদিন স্ক্যান হয়। 

Performance Loaded

Fast Modern Server

ওয়েবসাইটের প্রধান খুঁটি সার্ভার। আমরা CDN, Lightspeed Cache সহ সমস্ত আধুনিক বৈশিষ্টসম্পন্ন দ্রুতগতির সার্ভার ব্যবহার করি।

Google Analytics & SEO​

আপনার ওয়েবসাইটে দর্শকসংখ্যা কেমন, কোন পাতা দর্শক বেশী দেখছেন, কোন পাতায় সময় বেশী কাটাচ্ছেন – এ সমস্ত তথ্য আপনাকে দিতে পারে Google Analytics।

Subscriber Form

সাবস্ক্রাইবার ফর্মের মাধ্যমে ইচ্ছুক দর্শকদের ইমেইল সংগ্রহ করা হয়। আপনার ওয়েবসাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপনি ইমেইল লিস্টে জানাতে পারেন।

Help in Hand

Super Fast Delivery

শিল্পীর সাথে চূড়ান্ত আলোচনার দুই থেকে তিন দিনের মধ্যে আমরা ওয়েবসাইট তৈরি করে দিই। আপনার প্রয়োজনের প্রতি আমরা যথাসম্ভব দায়িত্বশীল।

Zero Headache Support

আপনার ওয়েবসাইটের যে কোন সমস্যা সমাধানের জন্য আমরা সদা প্রস্তুত। আপনি যে কোন সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Easy on Pocket

Lowest Pricing

শিল্পীদের কথা মাথায় রেখে আমরা যথা সম্ভব নিম্নমূল্যে সমস্ত পরিসেবা প্রদানের চেষ্টা করি। এছাড়া বিভিন্ন সময়ে আলাদা ছাড়ও থাকে।

No Hidden Charges

আমাদের কোন লুকোনো খরচ নেই। কোনরকম দুর্বোধ্য শর্তাবলী নেই। খরচের হিসাব বুঝতে কোনরকম অসুবিধে হলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।

Easy Payment Options

আমাদের নিরাপদ Payment Gateway-এর মাধ্যমে আপনি সমস্ত পরিচিত উপায়ে সহজেই পেমেন্ট করতে পারেন। আলোচনার পর আপনাকে পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে।

আমার ওয়েবসাইট দরকার

Portfolio Website for Artists

Initiative by Rishi On Ride

কারুবাংলা টীম

Typically replies within a day

আপনার ওয়েবসাইট তৈরির প্রথম ধাপে স্বাগত!

নিচের ফর্মটি মন দিয়ে ফিল আপ করুন। ফর্ম জমা দেওয়ার পর আমরা আপনার সাথে যথাশীঘ্র যোগাযোগ করবো।